দেশে বৈদ্যুতিক যানবাহন বাজারজাত করবে এডিসন টেকনোলজিস

এডিসন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এডিসন টেকনোলজিস লিমিটেড বাংলাদেশে ইলেকট্রিক যানবাহন বাজারজাত করতে টেলজি গ্রপের সঙ্গে একটি চুক্তি করেছে। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে এডিসন গ্রুপের হেড কোয়ার্টারে ছিল এ আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এডিসন টেকনোলজিস লিমিটেডের প্রতিনিধিত্বকারী এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ এবং টেলজি গ্রুপের প্রেসিডেন্ট ইয়িংশেং চেন চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী টেইলজি গ্রুপ বাংলাদেশের বাজারের চাহিদা পূরণের জন্য তৈরি ইলেকট্রনিক ভেহিকল সরবরাহের ক্ষেত্রে সহায়তা দেবে। 

চুক্তি সই অনুষ্ঠানে আমিনুর রশীদ বলেন, ‘টেইলজি গ্রুপের সঙ্গে আমাদের পার্টনারশিপ পরিবেশ বান্ধব পরিবহন স্থাপনের মাধ্যমে বাংলাদেশে স্বয়ংচালিত শিল্পে বিপ্লব ঘটাতে সহযোগিতা করবে।’

তিনি বলেন, ‘এডিসন গ্রুপ এবং টেলজি গ্রুপের পার্টনারশিপ, একটি পরিবেশবান্ধব ও পরিবহনে দীর্ঘমেয়াদি ইকো-সিস্টেম তৈরি করতে সহযোগিতা করবে,  যা বাংলাদেশের উন্নয়নে একটি উল্লেখযোগ্য মাইলফলক। উভয় কোম্পানিই বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে একটি উজ্জ্বল ও সবুজ ভবিষ্যতের পথ প্রশস্ত করতে তাদের নিজ নিজ শক্তির ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ।’

Recent Post

e2a70ca78d3053591ba8b42992b87dfa
দেশে বৈদ্যুতিক যানবাহন বাজারজাত করবে এডিসন টেকনোলজিস
e2a70ca78d3053591ba8b42992b87dfa
Edison Group to launch electric two, three-wheelers in Bangladesh with TAILG Group
e2a70ca78d3053591ba8b42992b87dfa
Edison, Tailg Group ink deal on EVs
e2a70ca78d3053591ba8b42992b87dfa
Strategic Partnership Signed with Bangladesh | TAILG Accelerates Globalization